ঈগল পাখির গল্প

7 months ago
12

একদিন একটা বাচ্চা বাসার আঙ্গিনায় খেলছিল হঠাৎ একটাই গলে এসে বাচ্চাটাকে উড়িয়ে নিয়ে যায় এটা দেখে বাচ্চাটার বাবা-মা অনেক ভয় পেয়ে অনেক কান্না করে। দূর থেকে এই দৃশ্য বাচ্চাটার বন্ধু পান্ডা দেখতে পাই। তারপর সে গিয়ে তার বন্ধু সারস পাখিকে সব কিছু খুলে বলে। পান্ডা সারস পাখির পেটে করে তার বাচ্চাটিকে বাঁচানোর জন্য রওনা হয়। এটি কি গো বাচ্চাটাকে তাও জানাদের খাওয়ানোর জন্য বাসায় রেখে দেয়। দূর থেকে পান্ডা সবকিছু দেখতে ছিল। তারপর পান্ডা আর ঈগলের একটা লড়াই হয়। যেখানে পান্ডা ঈগলটাকে মেরে অনেক দূর বাগিয়ে দেয় এবং বাচ্চাটাকে উদ্ধার করে সারস পাখি পিঠে করে তার বাবা-মার কাছে নিয়ে আসে তার বাবা-মা এবং এলাকার মানুষ খুশি হয়ে পান্ডাকে ফুলের মালা দিয়ে সম্মান জানায়

Loading comments...