সিংহ আর ইঁদুরের হৃদয় ছোঁয়া বন্ধুত্ব | Bangla Moral Story | ToonyWorldAi

4 months ago
15

এক ক্লান্ত সিংহ বনের ভিতরে ঘুমিয়ে ছিল। হঠাৎ এক দুষ্টু ইঁদুর তার গায়ে উঠে পড়ে, আর সিংহের ঘুম ভেঙে যায়। সিংহ রেগে গিয়ে ইঁদুরকে ধরে ফেলে। কিন্তু ইঁদুর কাঁদতে কাঁদতে বলে, “আমাকে মাফ করে দাও, একদিন আমিও তোমার উপকারে আসতে পারি।”
সিংহ হেসে তাকে ছেড়ে দেয়। কিছুদিন পর সেই সিংহ শিকার করতে গিয়ে শিকারির জালে আটকা পড়ে। তার গর্জন শুনে ছোট্ট ইঁদুর দৌড়ে আসে, জাল কেটে তাকে মুক্ত করে।
এভাবেই প্রমাণ হয়, ছোটরাও বড়দের সাহায্য করতে পারে। বন্ধুত্ব আর সহানুভূতির এই মুল্যবান গল্পটি দেখে তোমার কেমন লাগল, কমেন্টে জানাও!

🔔 Like, Comment, Share & Subscribe করতে ভুলো না!
📺 আরও সুন্দর কার্টুন ভিডিওর জন্য চোখ রাখো ToonyWorldAi-তে।

#BanglaMoralStory #CartoonStoryBangla #LionAndMouse #ToonyWorldAi #BengaliCartoon #BanglaGolpo #AnimatedStory #BanglaKidsStory #FriendshipStory #BanglaShortFilm #BanglaStoryForKids

Loading comments...